1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে শিশু বলৎকার (ধর্ষণ) মামলার প্রধান আসামি গ্রেফতার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ইঞ্জিনিয়ার গোলাম মাওলার সাথে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চান্দগাঁও থানায় ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪ বিলাইছড়ি ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ বেনাপোলের মেয়ে মাহী টিকটকে ‘ভালোবাসা বলতে কিছুই হয় না লিখে আত্মহত্যা গোমস্তাপুরে লটারির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, নারীর কর্মসংস্থানে নতুন দিগন্ত ডুমুরিয়ায় মুরগির বিষ্ঠা, গবাদিপশুর বর্জন ফেলানোর কারণে কমল‌মতি‌ স্কুল ছাত্রছাত্রীদের দুর্গন্ধে চলাচল করতে পারছে না দিনাজপুরে সংস্কৃতিসেবীদের মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ রামগড়ে সাত বছরের শিক্ষার্থী ধর্ষণ মামলায় ধর্ষক আটক

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে শিশু বলৎকার (ধর্ষণ) মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় ভিকটিমের মাতার দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে,ভিকটিম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসার আবাসিক রুমে থেকে পড়াশুনা করে। গত ০১ মার্চ ২০২৫ খ্রি.তারিখ রাত্রীবেলা ভিকটিম ঐ হাফিজিয়া মাদ্রাসার আবাসিকে অন্যান্য ছাত্রদের সাথে ঘুমিয়েছিলেন। ঐদিন রাত অনুমান ১২:৩০ ঘটিকায় আসামী মাহাদী হাসান (২১) ভিকটিমকে ঘুম থেকে ডেকে তার সাথে কথা আছে বলে তার রুমে নিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে বলৎকার (ধর্ষণ) করেন। ভিকটিমকে ভয়ভীতি দেখানোর কারণে ভিকটিম ঘটনাটি গোপণ রাখে। ঘটনার পর গত ২৩ এপ্রিল ২০২৫ খ্রি. ভিকটিমের পায়ুপথে প্রচন্ড রক্তখরণ হলে বাদীনি তার ছেলে ভিকটিমের কাছে ঘটনার বিস্তারিত শুনে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে রেফার্ড মূলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪, তারিখঃ ২৪/০৪/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৮ জুন ২০২৫ খ্রি. রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ত্রিশাল থানার শিশু বলৎকার (ধর্ষণ) মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মাহাদী হাসান (২১), পিতা- শামছুল ইসলাম, সাং-দামিহা, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি