তপন চন্দ্র সরকার
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর সদর একটি গুরুত্বপূর্ণ আসন হওয়ার সবার লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন এবার বাম জোটের সম্ভাব্য প্রার্থী বাসদ (মার্কসবাদী) দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া বিগত স্বৈরাচারী সরকারের আমলে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সমস্যায় সংকটে জনগণের পাশে থেকে কাজ করেছেন বাসদ মার্কসবাদী দলের হয়ে। হোসেনপুর উপজেলার থেকে নান্দাইল রাস্তা সংস্কার, হাজীপুর থেকে কিশোরগঞ্জের প্রধান সড়ক সংস্কার, অটো ইজিবাইক শ্রমিক আন্দোলন, লাখুহাটি ব্রিজ নির্মাণ,অটোরিকশা চালক মোশাররফ হত্যার আন্দোলন, কিশোরগঞ্জে চিনি কল, টেক্সটাইল মিল চালু, জেলা শহরে সদর মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, করোনায় খাদ্য সামগ্রী বিতরণ, জন্ম নিবন্ধন ভোগান্তি রোধ, কৃষি ও ক্ষেতমজুর বিনামূল্যে রেশনিং ব্যাবস্থা চালু, কাজ ও খাদ্য, নারী শিশু নির্যাতন বন্ধ, স্কুল কলেজের বর্ধিত ফ্রী বিরোধী, গোবিন্দপুর কলেজ নির্মান, হোসেনপুর ডিগ্রি কলেজকে সরকারি করন, জাতীয় সম্পদ তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের মতন অসংখ্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি । জুলাই গনঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে আন্দোলন করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছেন তিনি । প্রতিদিন দলীয় নেতাকর্মী ছাড়া বিভিন্ন হাটবাজারে দলের প্রচারপত্র পথসভা নিয়মিত অংশগ্রহণ করছেন। ২০০৯/২০১৬ সালে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক সাড়া ফেলেও আশানুরূপ ভোট পাননি। তবে এবার বামপন্থী পার্টির মধ্যে জেলা সক্রিয় বাসদ( মার্কসবাদী) দল বা জোটগত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, ভোট ও ভাত জুলাই গনঅভ্যুত্থানে মূল চেতনা প্রতিষ্ঠা করতে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে অংশ গ্রহণ করবো , তবে দল বা জোটগত ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানান তিনি।