ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহে অভিযান: ৬৫ লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস
১১টি দোকানে একযোগে অভিযান, ৪৪ হাজার টাকা জরিমানা, প্রশাসনের হুঁশিয়ারি—অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলবে নিয়মিত
ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে পরিচালিত এক নজিরবিহীন অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল। পরে এসব পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের জন্য ক্ষতিকর জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স দল। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর।
অভিযান পরিচালনার পেছনে গোপন সংবাদের ভূমিকা
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পৌর শহরের ১১টি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে ৪টি দোকানে অবৈধভাবে মজুদ করে রাখা জাল পাওয়া যায়।
অভিযানকালে মোট ১,৭৫৫ কেজি অবৈধ জাল জব্দ করা হয়, যার মধ্যে ছিল ৭৬০ কেজি চায়না দুয়ারী জাল ও ৯৯৫ কেজি কারেন্ট জাল। এসব জালের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা বলে জানান কর্মকর্তারা।
জরিমানা এবং আইনি পদক্ষেপ
অভিযানের সময় বাকি ৭টি দোকানে পাওয়া বিভিন্ন অনিয়মের ভিত্তিতে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তানভীর ইসলাম সাগর বলেন, “কারেন্ট ও চায়না দুয়ারী জাল ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। এগুলো মাছের প্রজনন, পরিবেশ ও জৈববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। তাই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ ধরনের অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে আছি।”
অভিযান শেষে জব্দ করা সব অবৈধ জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে এবং যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।