সাগর কুমার বাড়ই ,
তেরখাদা ( খুলনা ) প্রতিনিধি //
২৯ শে জুন সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , নৌবাহিনীর লেফটেন্যান্ট মোঃ মহিদুল ইসলাম , থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরজ্জামান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান , ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান , কে এম আলমগীর হোসেন , কৃষ্ণ মেনন রায় ও শেখ মোঃ মোহসীন ।
উপজেলা আনসার ভিডিপি অফিসার শামছুন্নাহার খানম , উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ , সিকদার , সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার কুন্ডু , উপজেলা সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা , তথ্য আপা তাছলিমা খাতুন , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খাতুন , সিনিয়র শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সদস্য হামিম বিল্লাহ।
সভায় এছাড়া তেরখাদার বিভিন্ন দপ্তরের অফিসার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তেরখাদার বারাসাত এলাকাসহ প্রত্যেকটি অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক , জুয়া নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।