স্টাফ করেসপন্ডেন্ট সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার রামগোপাল পুর চৌরাস্তা সংলগ্ন গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরের ভিতরে পার্কিং অবস্থায় একটি চোরচক্র মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী রামগোপাল পুর মৃত, নাজিম উদ্দিন এর পুত্র মোঃ হিমেল (৪৫) পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্র দেখতে পান।
ভুক্তভোগী মোঃ হিমেল বলেন, আমার নামে রেজিষ্ট্রেশনকৃত সুজুকি জিক্সার ব্লু কালার যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো – LA – 37- 4784 ট্যাক্স টোকেন নাম্বার -240313962 ইঞ্জিন নাম্বার BGAI -487770 ইংরেজি ১৮/০৬/২০২৫ তারিখে দুপুর আনুমানিক দুইটার সময় গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার গ্রাউন্ড ফ্লোরের ভিতরে পার্কিং করে রাখি এবং রাত এগারো টার সময় আমি উক্ত স্থানে বাইক আনতে গেলে দেখি আমার বাইক নাই। পরবর্তীতে অনেক খোঁজাখুজি করে এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞেসা করে ও বাইকের সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে হাতিমারা পুলিশ ফাড়ি তদন্ত কেন্দ্র ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ তদন্ত করছে সিসিটিভি ফুটেজে দেখে অপরাধীদের সাপেক্ষে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।