তপন চন্দ্র সরকার
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ১৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যেগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে (৩০ জুন) সোমবার বিনামূল্য অসচ্ছল ও পঙ্গু ব্যাক্তিদেরকে হুইল চেয়ার দেয়া হয়েছে। সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, জেলা গন-অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন ৷