1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশ্নফাঁস সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় জীবনের নিরাপত্তাহীনতায় সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী নিরব বিপ্লবের ডাক: অন্তরের দরজায় আলোর হাতছানি হারানো শিশু সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুমকি উপজেলায়, দায়িত্ব অবহেলার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত অফিস সহায়ক মিজান তালুকদার দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম বর্ষপূর্তি: নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ চাকরি হারানোর বেদনা নিয়ে রাস্তায় আল-আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা জুংলীপুরে তেলভর্তি ট্যাংক-লরীর চাকা বাস্ট হয়ে চালক নিহত বেগম খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে জীবন মৃত্যের সন্ধিক্ষণে দাড়িয়ে ছিলেন উল্লাপাড়ার কন্যা এ্যাড. সিমকী ইমাম খান ডুমুরিয়ায় তিন ঘন্টা তালাবদ্ধ ছিলো সদর ইউনিয়ন পরিষদ শেরপুর সীমান্তবর্তী ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি

পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :জাকির হোসেন হাওলাদার।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৯ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কৃষি অনুষদের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও ব্যবসায় প্রশাসন অনুষদের একই বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন।
১১ সদস্যের এ নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি: আবু হাসনাত তুহিন (দৈনিক ইত্তেফাক)। যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. আজমির হোসেন খান (নাগরিক ভাবনা)। সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ মুহসিন তানজিম (একুশে সংবাদ)। কোষাধ্যক্ষ: আশিকুর রহমান (ঢাকা টাইমস)। দপ্তর ও প্রকাশনা সম্পাদক: সফিকুল ইসলাম আকাশ (দৈনিক সকালের সময়)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: সাদাফ মেহেদী (দেশ দেশান্তর), মো. মাহাদী হাসান (দৈনিক সকাল), সাজ্জাদ ইয়াসির (ভোরের বাংলা) এবং জয় ভাঙ্গী (দৈনিক তৃতীয় মাত্রা)।
নবনির্বাচিত সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, “সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের সাংবাদিক সমিতি। এই কমিটি বস্তুনিষ্ঠতার সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি একটি সুন্দর, শৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে আমরা সংগঠনের পক্ষ থেকে নিয়মিত ভূমিকা রাখব।”
নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, নতুন এই নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আগের মতোই সচেষ্ট থাকবে। তাদের সাফল্য কামনা করছি এবং সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি