দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন, সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বিদায় অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা প্রদান করা হয় কৃষিবিদ মোঃ লুৎফর রহমানকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের এসএএও (সহকারী কৃষি কর্মকর্তা), সার ডিলার ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিদায় অনুষ্ঠানে বক্তারা লুৎফর রহমানের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শেষে বিদায়ী কৃষিবিদ মোঃ লুৎফর রহমান তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।