1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় নির্মান হলো বিশ্রামাগার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
তিস্তার গতি-প্রকৃতি উজানের দেশের ওপর নির্ভরশীল: উপদেষ্টা রিজওয়ানা হাসান বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টার সাথে মতবিনিময় অনুষ্ঠিত কারবালার শিক্ষা সত্যের পতাকা — দরবারে জিলানী শরীফে ওয়াজ মাহফিল গোপালগঞ্জে সন্ধ্যায় আসে মাইক্রোবাস, নামে যুবতীরা — কী হচ্ছে শাপলা গেস্ট হাউসে ডুমুরিয়ায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ডুমুরিয়া উপজেলা রেজিস্ট্রি অফিস সহ নিম্ন অঞ্চল তলিয়ে গেছে কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধকতা পেছনে ফেলে যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন ‎ নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮ শেরপুরের নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধারশেরপুরের নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেনের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় নির্মান হলো বিশ্রামাগার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনধি- বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় এবং প্রশাসনের সহায়তায় ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ভালাছড়ি মূখ পাড়ায় নির্মান করা হলো একটি  কাঠের তৈরি বিশ্রাগার/ ধর্মঘর।এতে সুবিধা হয়েছে বলে জানান স্থানীয়ও পথচারীরা।

সরেজমিনে দেখতে গেলে দেখা যায়,১২৭ নং কেরন ছড়ি মৌজার ভালাছড়ির কার্বারী মূখ পাড়ায়  মুক্ত পরিবেশে, ছায়াযুক্ত স্থানে, সিঁড়ির ঘাটে, মূল রাস্তার পাশে  নির্মাণ করা হয়। বিলাইছড়ি লঞ্চঘাট নতুবা নলছড়ি লঞ্চঘাট হতে পর্যটকরা মুপ্প্যাছড়া ঝর্ণায়  যাওয়ার পথে কিংবা ভালাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নকাটাছড়া, আজাছড়া,বাঙ্গালকাটা, পরিহলা মৌন, এমনকি জুরাছড়ি যাওয়ার সময় সেখান বিশ্রাম/ জিরানো  যাবে।

এতে রুপকুমার কার্বারী জানান, বিশ্রামাগারটি মূলতঃ আমরা ধর্মঘর বা জিরোনী হলা বলি।আগের দিনে এক জায়গায় থেকে অন্য জায়গায় হেঁটে যেতে অনেক সময় লাগে। তাই রাস্তার  মাঝখানে এভাবে ঘর নির্মান করে রেস্ট করা হয়। সেখানে পথিকের জন্য পানি  ও অন্যান্য খাবার দাবারের ব্যবস্থা থাকে। পানি পান করাতে পারলে তারা / আমরা অনেক খুশি হই এবং অনেক পূণ্য হয় বলে মনে করা হয়। এজন্য সে আদলে এদিক থেকে যারা আসা- যাওয়া করে তীব্র গরমে, কালবৈশাখী ঝড়ে কিংবা প্রচন্ড শীতে  সকল সময়ে  তাদের জন্য এ জিরোনী হলা ব্যবস্থা করা হয়েছে। পাশে রয়েছে ডিপ টিউবওয়েলও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি