সাগর কুমার বাড়ই ,
তেরখাদা প্রতিনিধি , খুলনা //
২ রা জুলাই বাদ যোহর খুলনা জেলার তেরখাদা উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কৃতি ফুটবলার, লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ’র পিতা, বিশিষ্ট সমাজসেবক ও তেরখাদার পূর্ব কাটেঙ্গা নিবাসী আলী আহমেদ মোল্যার দাফন সম্পন্ন হয়।
এর আগে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২ রা জুলাই রাত ১টার দিকে খুলনার একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর জীবদ্দশায় তেরখাদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে সাথে জড়িত থেকে নিরলস সেবা প্রদান করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
তাঁর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু , লন্ডন প্রবাসী ও মরহুম আলী আহমেদ মোল্যার জৈষ্ঠ্য পুত্র মোঃ আরিফ বিল্লাহ , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে এফ এম হাবিবুর রহমান , মোঃ রবিউল হোসেন , মোল্যা মাহবুবুর রহমান , মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , সরদার আব্দুল মান্নান , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক , মোল্যা হুমায়ুন কবির , তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস , মোঃ মিল্টন হোসেন মুন্সী , কে এম মোস্তাক আহমেদ , মোঃ লালিম শেখ , এ্যাডঃ মোঃ শহীদুল ইসলাম , এস কে নাসির আহমেদ , উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লাবু ইসলাম , ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ , ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী , জামায়াত নেতা আব্দুস সামাদ লিটন , মোঃ সোহাগ মুন্সী , চৌধুরী মেহেদী হাসান।
অনুষ্ঠানে এছাড়াও আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।