পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ২০ বছর বয়সী জাহিদ।জাহিদ পড়ালেখার পাশাপাশি মৌসুমি বিভিন্ন ফলের ব্যবসা করে সফল উদ্যোক্তা। তার উদ্যোক্তা হওয়ার যাত্রা স্ট্রবেরি ফলের বিক্রয়ের মাধ্যমে পরবর্তীতে সে লিচু এবং আমের ব্যবসা করছে। তার প্রতিষ্ঠানের নাম রয়েল ফ্রুটস৷ জাহিদ দেশের বিভিন্ন স্থানের আমের বাগান থেকে সরাসরি আম সংগ্রহ করে পাথরঘাটার ক্রেতাদের কাছে পৌছে দিচ্ছে। সুস্বাদু এবং ভেজালমুক্ত হওয়ায় জাহিদের আমের চাহিদা পাথরঘাটায় ব্যাপক।
জাহিদ জানান, ” পাথরঘাটায় আমরা লাভ না করে ভোক্তাদের নিকট গাছ থেকে সংগ্রহ করা আম সরাসরি পৌছাচ্ছি। আমরা সরাসরি সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান থেকে গাছ পাঁকা সুস্বাদু সতেজ বিশুদ্ধ আম সংগ্রহ করে আনি তারপর ক্রেতাদের নিকট পৌছাই। আমরা কোনো মধ্যসত্ত্বাভোগীর মাধ্যমে না কিনে সরাসরি বাগান থেকে সংগ্রহ করি বিধায় আম সুলভ মূল্য পৌছাতে পারছি। সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে এ কাজ করার ফলে ক্রেতাদের কাছে সমাদৃত আমাদের আম৷ ”
এদিকে জাহিদের আমের ক্রেতারা জানান, ” আমরা সুলভ মূল্য তাদের কাছ থেকে ভেজালমুক্ত বাগানের গাছ থেকে পাকা আম পাওয়ায় ক্রয় করি সময়মত তারা পন্য পৌছে দিচ্ছে । ”
উল্লেখ্য জাহিদ সরকারি বাঙলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যায়রত আছে৷ জাহিদ তার রয়েল ফ্রুটসের আম পাথরঘাটার মধ্যে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে মানুষের কাছে পৌছে দিচ্ছি। চলতি মৌসুমে সে তার প্রতিষ্ঠান থেকে ১০৭ মেট্রিক টন আম বিক্রি করেছে। জাহিদ প্রথমে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করলে পরবর্তীতে তার পাশে এসে দাড়াঁয় তার আটজন বন্ধু। পড়ালেখার পাশাপাশি মৌসুমি ফলের সফল উদ্যোক্তা হওয়ায় এলাকার মানুষের সুনাম কুড়িয়েছে তরুণ উদ্যোক্তা জাহিদ।