1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাপ নিয়ে খেলার খেসারত, প্রাণ হারাল মাহাফুজ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ হাটহাজারী মাদরাসা নিয়ে ব্যঙ্গাক্তকারী আরিয়ান ইব্রাহিম কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ তেরখাদায় বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে ৩১ দফা প্রচার প্রচারণা বারহাট্টায় সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিনসহ গ্রেফতার-০১ জন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডা. কবীর সভাপতি, ডা. মিরাজুল সাধারণ সম্পাদক নির্বাচিত মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক হিসেবে প্রখ্যাত ভূমিকা করুণানন্দ থের দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিকদের ফোরাম গঠন

সাপ নিয়ে খেলার খেসারত, প্রাণ হারাল মাহাফুজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের এক কিশোর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। সাপ ধরে খেলার সময় ছোবলে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম মাহাফুজুর রহমান (১৬)। সে বিষয়খালী কেশবপুর গ্রামের মৃত মতিয়ার রহমান মতির একমাত্র সন্তান।

স্বজনদের বরাতে জানা গেছে, গত সোমবার বিকালে মাহাফুজ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের তালগাছ থেকে একটি সাপ ধরে এনে টিফিন বাটিতে রাখে। পরদিন মঙ্গলবার দুপুরে, সাপ নিয়ে খেলার সময় তার হাতে সাপে ছোবল দেয়। এতে সে প্রথমে নিজে নিজেই গাছের পাতা দিয়ে কামড়ের জায়গায় ঘষাঘষি করে এবং মুখ দিয়ে বিষ টেনে তোলার চেষ্টা করে, যার ফলে সে আরও অসুস্থ হয়ে পড়ে।

পরে তার সঙ্গী কিশোর বন্ধু সোহান পরিবারের লোকজনকে খবর দিলে বিকাল ৩টার দিকে মাহাফুজকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, “ছেলেটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সামান্য এক ভুলের কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। সাপ নিয়ে কোনোভাবেই খেলা করা উচিত নয়। সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাত-আরা বলেন, “ছেলেটিকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু পরে অবস্থা জটিল হওয়ায় তাকে রেফার্ড করতে হয়।”

বুধবার সকালে জানাজার নামাজ শেষে মাহাফুজুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, ৩নং ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান আতিক, স্থানীয় স্কুলের ধর্মীয় শিক্ষক শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজি, ব্যবসায়ী দবির আলীসহ শতাধিক এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি