মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা বিওপির আওতাধীন সুলতান পুর ক্যাম্পের পাশ্ববর্তী ৭৯ পিলারের পাশে ঝাঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন বাবু(৩০) ঝাঝাডাঙ্গার মাথাভাঙ্গা নদীর ওপারে ভারতীয় সীমান্তের পাশে ঘাস কাটতে যায়।এসময় ভারতীয় বিএসএফ’র সদস্যারা বাবুকে গুলি করে তাকে ভারতীয় অংশে ধরে নিয়ে যায়।পরে বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।
নিহতের স্ত্রী জেসমিন খাতুন বলেন সকালে গরুর ঘাস কাটতে মাঠে যায়।শুনেছি বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। নিহতের পিতা নুর ইসলাম জানায়, গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর জানান, নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সাথে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানায়, ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি