তপন চন্দ্র সরকার হোসেনপুর
(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে কিশোরগঞ্জের গোবিন্দপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে
ষগোবিন্দপুর বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখার নেতা কমরেড আলাল মিয়া, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নেত্রী রেশমা আক্তার, কৃষক সংগঠনের প্রতিনিধি আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এই প্রবণতা বেড়েই চলেছে। তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব, গণমাধ্যমে অশালীনতা এবং সামাজিক অবক্ষয় এসব অপরাধের অনুকূল পরিবেশ তৈরি করছে।
তাঁরা বলেন, শুধু নিন্দা বা ঘৃণা নয়—সমাজের সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।