1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কসবায় কলেজে ধর্ষণের ঘটনায়, শুভেন্দু অধিকারী নেতৃত্বে ঝাঁটা হাতে প্রতিবাদ ও ধিক্কার মিছিল - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি অমর একুশে জুলাই কে সামনে রেখে, মিছিল ও সভা করলেন , বরানগর পৌরসভার, ৭,৮,ও ১০ ওয়ার্ড একত্রিতভাবে ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে ভোলার মনপুরায় জামায়াতের স্বাগত মিছিল গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৪৫ পুলিশ সদস্য আহত সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদে শ্যাওলা জমে কাঠের ব্রিজ হুমকির মুখে, পরিদর্শনে ইউএনও উলিপুরে ভিক্ষুকদের পুনর্বাসন: “আর ভিক্ষা করব না”—ছাগল পেয়ে আবেগাপ্লুত পঙ্গু বছির শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড,বেতন ফেরতের নির্দেশ দিনাজপুরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর সাঁড়া ঘাটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মাদক, কংকাল,সহ আটক ৩ নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

কসবায় কলেজে ধর্ষণের ঘটনায়, শুভেন্দু অধিকারী নেতৃত্বে ঝাঁটা হাতে প্রতিবাদ ও ধিক্কার মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আজ ২রা জুলাই বুধবার, ঠিক দুপুর তিনটায়, শুভেন্দু অধিকারী নেতৃত্বে, ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে, রাসবিহারী মোড় থেকে কসবা পর্যন্ত প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন, দোষীদের শাস্তি এবং বাংলাতকে সাফ করার জন্য ঝাঁটা হাতে মিছিল করলেন।।

মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খান, অর্জুন সিং সহ দলের বিভিন্ন নেতারা।

মিছিল শুরুর অনেক আগে থেকেই বিজেপি কর্মীর সকল সদস্য ও মহিলারা ঝাঁটা ও পোস্টার নিয়ে ধিক্কার জানাতে থাকেন এবং অভিষেক ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য ছাত্র পরিষদের নেতা কিংশুক এবং দোষীর পোস্টারে ঝাঁটা, লাথি ও জুতো মারতে থাকেন, তৃণমূল দুর হটো, ডাইনি মমতার দুর হটো, তোর মমতা দুর হটো, অপদার্থ মুখ্যমন্ত্রী দূর হোটো, যথারীতি মহিলারা আর উত্তেজিত হয়ে পড়েন বাংলায় এই ধরনের ঘটনা ঘটায়, কয়েক হাজার বিজেপি সদস্য আজ এই মিছিলে পা মেলান, রোদ বৃষ্টি ঝড় কোন কিছুই তাদের আটকে রাখতে পারেনি, বৃষ্টিতে ভিজে ভিজে তারা কসবা পর্যন্ত অভিযান করেন এবং প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে তারা তাদের দলের নেতাদের ব্যানার খুলে নিজেদের মাথা বাঁচান, তবুও কেউ মিছিল থেকে এক পাও সরেননি।

মিছিলের প্রথম ভাগে ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর পাপের কলস, আঁখের ছিবরে নিয়ে ভবিষ্যতের বাণী , এবং মহিলারা ঝাঁটা নিয়ে, নারী শক্তিকে বারবার লাঞ্ছনা করায় তাদের উপর অত্যাচার করায় আজ হাজারো ঝাঁটা নিয়ে গর্জে উঠলেন….. তার সাথে সাথে ডাক দিলেন ,কন্যা বাঁচাও -মমতা হাটাও।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, কোথায় গেল পুলিশ অফিসার, ক্ষমতা থাকলে আজকের মিছিল বন্ধ করে ও আটকে দেখাক, অনেক চেষ্টা করেছিলেন মিছিল আটকানোর, পারেননি আমাদের আটকাতে, রাসবিহারী থেকে কসবা পর্যন্ত আমরা মিছিল করে সভা করেছি হাজারো বৃষ্টির মধ্যে, আমাদের কর্মীরা পিছুপা হয়নি, এবার বাংলা সাফ করার পালা, আর যতদিন না তৃণমূল দুষ্কৃতিদের ও ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি না দেবে, আমার বোন ন্যায়বিচার না পাবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব দেখব কত বড় ক্ষমতা আছে আমাদের আন্দোলন রেখে দিতে। প্রতিদিন আমরা রাস্তায় নামবো, যতদিন না মুখ্যমন্ত্রীকে নিচে নামাতে না পারছি। চোর সরকার, ধর্ষণকারী সরকার আর বাংলায় চায়না,

আজ আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে, মেয়েরা সুরক্ষিত নয়, রক্ষকই ভক্ষক, আজ আইনি কলেজে তৃণমূল নেতার দ্বারা ছাত্রী ধর্ষিত , আমরা এই নিন্দনীয় প্রতিবাদে নেমেছি,,, তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের কলস এখানেই শেষ করব। ভারতীয় জনতা যুব মোর্চা সব সময় মানুষের পাশে থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। হাইকোর্টের রায় দেয়ার ফলে, আজকের মিছিল কসবা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পৌঁছেছে। কোনভাবেই প্রশাসনের তরফ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেননি, আমি দেখতে চেয়েছিলাম আজ আমাদের মিছিলে কী ঘটাতে চায়, ওনারা বুঝে গিয়েছিলেন, তাই কাছে আসতে ভয় পেয়েছেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা ও পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি