মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোবাইক চালক কিশোর আরিফ মন্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সোমবার (০১ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ জানায়, নিহত আরিফ মন্ডল (১৫) পেশায় ব্যাটারি চালিত অটোবাইক চালক। ২৮ জুন বিকাল ৫টায় সে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। ২৯ জুন ভোর ৪টার দিকে কাশেম বাজার এলাকায় আরিফের অটোবাইকটি ব্যাটারি বিহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে সকাল ৬টা ৫০ মিনিটে চাকুলিয়া বিলে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সন্দেহভাজন মোঃ মোশারফ হোসেন ওরফে মুশফিক (২৩)-কে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে ছিনতাই হওয়া অটোবাইক ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় পলাতক আসামী মোঃ শান্ত (১৫)-কে বামনডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আরিফ মন্ডলকে হত্যা করে তার অটোবাইক ও ব্যাটারি লুট করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।