1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন নরসিংদীর শিবপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি 

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

পঞ্চগড় প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিএনপি নেতা অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড়-১ (সংরক্ষিত নারী আসন) আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহি কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব, প্রবীণ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানেএনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এম আর সরকারি কলেজের শিক্ষক পশিরুল ইসলাম, ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান আলী, এনটিভি অনলাইনের ফাহিম হাসান, আরটিভির হারুন অর রশিদ, বৈশাখী টিভির এ রায়হান চৌধুরী রকি, চ্যানেল এস’র আব্দুর রউফ, আনন্দ টিভির আবু সালেক রহিম, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের শেখ সম্রাট হোসাইন, এশিয়ান টিভি কামাল হোসেন, স্নিগ্ধা খন্দকার নিহা, ব্যবসায়ী জাবির হাসান ও আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ফলঝ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।
পরে শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি এমআর সরকারি কলেজ রোড প্রদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
বক্তারা এনটিভি গত ২২ বছরে দেশ ও জনগণের হয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও এনটিভি যেন আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এনটিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করে অতিথিরা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি