মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় অনুদান হিসাবে নাটোরের সিংড়ায় চলনবিল অধ্যুষিত আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৬০ জন দরিদ্র কৃষকদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১ টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সব বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।