মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ০৪/০৭/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময়ে অনুষ্ঠানে বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও উপহার দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস, সিরাজগঞ্জের আয়োজনে, বৃহস্পতিবার (৩ জুলাই-২০২৫ খ্রিঃ) সকাল ১১ টায় উপজেলার কৃষি অফিসের ঘোষগাতী কৃষক প্রশিক্ষণ রুমে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী। উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, মোঃ রফিকুল আলম, সহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকগন উপস্থিত ছিলেন। জানা যায় যে, উল্লাপাড়া সদরের চালা কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মরত ছিলেন মোঃ মুর্তজা আলী।