দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলার নায়েবে আমির এবং বাগজানা ইউনিয়নের প্রবীণ নেতা মোঃ শফিকুল ইসলাম মাস্টার রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যা মামলা ও পুলিশের হয়রানির শিকার হয়েও ইসলামী আন্দোলনের ময়দান থেকে এক চুলও সরেননি। তাঁর নিরলস ত্যাগ, নেতৃত্বগুণ ও অদম্য সাহসিকতায় স্থানীয় কর্মীদের মধ্যে তিনি পরিণত হয়েছেন এক জীবন্ত আদর্শে।
ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত শফিকুল ইসলাম মাস্টার ইউনিয়নের গণ্ডি পেরিয়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং কর্মীদের মধ্যে আদর্শিক চেতনা ছড়িয়ে দেওয়ার কাজ করে গেছেন নীরবে। পাঁচবিবির বিভিন্ন ইউনিয়নে দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দেওয়া, মসজিদ-মাদ্রাসাভিত্তিক ইসলামী শিক্ষা কার্যক্রম চালু রাখা, নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ সেমিনারের আয়োজনসহ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় ছিল তাঁর অগ্রণী ভূমিকা।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসায় বিগত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। জেল-জুলুম, গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শনের মধ্যেও তিনি সাহসের সঙ্গে উপজেলার সর্বত্র দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। সাধারণ কর্মীদের খোঁজ-খবর নেওয়া, পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং পুনর্বাসনে উদ্যোগী হওয়ায় তিনি এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন।
স্থানীয় এক নেতাকর্মী জানান, “তিনি শুধু বাগজানার নেতা নন, পুরো উপজেলার কর্মীদের জন্য তিনি এক অনুপ্রেরণা। তাঁর উপস্থিতিই আমাদের সাহস দেয়।”
শফিকুল ইসলাম মাস্টারের নির্যাতনময় জীবনের গল্প এবং তার অব্যাহত ত্যাগের প্রতি বাগজানা ইউনিয়নসহ পাঁচবিবি উপজেলার সর্বস্তরের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা বিশ্বাস করেন, তার অবদান ইতিহাসে উজ্জ্বলভাবে লিপিবদ্ধ থাকবে।