আজাদুর রহমান, বগুড়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিক।
এ তথ্য নিশ্চিত করেছেন জাসাস কেন্দ্রীয় সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) মিজানুর রহমান, ১ জুলাই তারিখে স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে।
দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরায় বসবাস করলেও শফিকুল ইসলাম শফিকের শিকড় বগুড়ার সোনাতলা উপজেলার তেকানিচুকাইনগর ইউনিয়নের মহব্বতের পাড়া গ্রামে। তিনি মৃত গোলাম হোসেন ব্যাপারীর সুযোগ্য সন্তান।
শফিকুল ইসলাম শফিক বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এই নিয়োগে দলীয় নেতাকর্মী এবং অনুসারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।
জানা গেছে, শফিকুল ইসলাম শফিক বরাবরই এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, নানা মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, এবং রাজনৈতিকভাবে একজন দায়িত্ববান, নিষ্ঠাবান সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দলের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর জাসাস আরও সংগঠিত ও গতিশীল হবে।