কামরুল ইসলাম
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আফতাবের দিকনির্দেশনা মোতাবেক এসআই/নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ইং ০৪/০৭/২০২৫ তারিখ রাত ০৪:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-২৮, তারিখ-২৩/০৬/২০২৫ইং, ধারা-৩৮০ পেনাল কোড এর আসামী ০১। মোঃ পারভেজ (২৮), পিতা-মোঃ হারুন, মাতা-নুর জাহান বেগম, সাং-দক্ষিণ বুড়িশ্চর, গনি মিয়া চৌকিদার বাড়ী, রাজার হাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ হেলাল হোসেন (৩০), পিতা-মৃত আব্দুর রহিম, মাতা-সুফিয়া বেগম, সাং-সাত বাড়ীয়া, নুরু মেম্বারের বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-দক্ষিণ বুড়িশ্চর, স্বপন অটো হাউস সংলগ্ন, সোয়াদ কলোনী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ০৩। মিন্টু বনিক (৪৫), পিতা-মিলন বনিক, মাতা-নমিতা বনিক, সাং-পশ্চিম গুজরা, সিদল মাষ্টারের বাড়ী, ২নং ওয়ার্ড, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ধুপকুল, দক্ষিণ বড়িশ্চর, মুন্নার কলোনী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।