দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনগণের একমাত্র ভরসাস্থল মোঃ নাজমুল হক। তিনি শুধু বাগজানা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যানই নন, একইসঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।
মোঃ নাজমুল হক সেই বিরল নেতাদের একজন, যিনি ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও আন্দোলন-সংগ্রামে থেকেছেন অবিচল। বিভিন্ন সময়ে তার নামে দায়ের করা হয়েছে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা। শুধুমাত্র গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে থাকার কারণে তাকে দু’বার কারাবরণ করতে হয়েছে। কিন্তু কোনো কিছুই তাকে জনগণের পাশে দাঁড়ানো থেকে বিরত করতে পারেনি।
চেয়ারম্যান হিসেবে তিনি বাগজানা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা,ও কৃষিখাতের টেকসই উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্থানীয় কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের প্রিয় মানুষ তিনি। দরিদ্রের ঘরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, অসহায় পরিবারের পাশে থাকা ও ইউনিয়নের প্রতিটি মানুষের দুঃখ-সুখে অংশ নেওয়াই তার রাজনীতির মূল ভিত্তি।
স্থানীয়দের ভাষায়, মোঃ নাজমুল হক শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি এই ইউনিয়নের ‘ভরসার নাম’। তার সততা, সাহসিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতাই তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে।
জমি সংক্রান্ত বিরোধ থেকে শুরু করে নানা উন্নয়ন কর্মকাণ্ডে তিনি ছিলেন সবসময় সামনে। ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা নিশ্চিত করতেও তার সুনাম রয়েছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে এখনো তিনি জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে আছেন সাধারণ মানুষের হৃদয়ে।
বর্তমানে মোঃ নাজমুল হক ইউনিয়ন বিএনপিকে আরও সংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাগজানা ইউনিয়নের বিএনপি অদূর ভবিষ্যতে রাজপথে আরো শক্তিশালী হয়ে উঠবে—এমন আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।