ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামে বজ্রাঘাতে প্রাণ হারালেন নূর ইসলাম
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় বজ্রপাতে নূর ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত নূর ইসলাম উপজেলার ভাষানপোতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নূর ইসলাম গ্রামের পাশের মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের সময় নূর ইসলাম মাঠেই অবস্থান করছিলেন। আচমকা একটি বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি পড়ে যান এবং সেখানেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, বর্ষাকালে বজ্রপাতজনিত প্রাণহানি বাংলাদেশের একটি সাধারণ দুর্যোগ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার পরামর্শ দিয়ে থাকেন।