এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র,অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার,(৪ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী আশাশুনি সদরের আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানে,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই,সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা,হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম,আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ। সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।