কামরুল ইসলাম
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানার নেতৃত্বে এসআই/মোঃ হাবিবুর রহমান, এসআই/লুৎফুল আহসান সঙ্গীয় ফোর্স সহ ইং ০৪/০৭/২০২৫ তারিখ রাত ০২:২০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। মোঃ জোবায়ের হোসেন @ জুয়েল (২১), পিতা-মোঃ শাহ জাহান, মাতা-শারমিন আক্তার, সাং-জিরি, কবির সওদাগরের বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ মোশারফ হোসেন (২২), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-হুসনে আরা বেগম, সাং-খানপুর, আজিজ ফকির বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-ইশ^রগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক, রোড নং-০৪, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ০৩। রিমন দাশ (১৯), পিতা-অরুন দাশ, মাতা-মঞ্জু দাশ, সাং-পশ্চিম শাকপুরা, জুলন মাষ্টারের বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মৌলভী পুকুর পাড়, বড়–য়া কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ রাজিব @ নয়ন (১৯), পিতা-আব্দুল মালেক, মাতা-জহুরা বেগম, সাং-রমাগঞ্জ, ওস্তা ডাক্তারের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-পুরাতন চান্দগাঁও, লক্ষী কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮ (ডি) ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।