মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় এই প্রথম জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুরু হয়েছে জেলার সেরা প্রতিভা তথা সেরা কণ্ঠশিল্পী অন্বেষণের আয়োজন।
৪ জুলাই ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত প্রথম দিনে ১৫৬ জন প্রতিযোগীর মধ্য থেকে সাতজন বিচারকের বিচক্ষণতার মাধ্যমে মাত্র ১৪ জন কণ্ঠশিল্পী ‘ইয়েস কার্ড’ লাভ করেছেন।
গাইবান্ধা জেলা এগিয়ে যাচ্ছে একনিষ্ঠ, সৎ ও মেধাবী জেলা প্রশাসকের নেতৃত্বে।
যারা এখনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, অথচ রেজিস্ট্রেশন করেছেন কিন্তু যেতে পারেননি, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। অন্য উপজেলার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও হতে পারেন বাংলাদেশের সেরা কণ্ঠশিল্পী।