1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ার‌ খর্নিয়া ডোমরার বিলে কচুরিপানায় বন্ধ খরস্রোতা খাল, পানির সংকটে লক লক্ষ মানুষ সৎ ও নির্দোষ শিক্ষক বাসুদেব রায়ের সংবর্ধনা ও চূড়ান্ত অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি অমর একুশে জুলাই কে সামনে রেখে, মিছিল ও সভা করলেন , বরানগর পৌরসভার, ৭,৮,ও ১০ ওয়ার্ড একত্রিতভাবে ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে ভোলার মনপুরায় জামায়াতের স্বাগত মিছিল গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৪৫ পুলিশ সদস্য আহত সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদে শ্যাওলা জমে কাঠের ব্রিজ হুমকির মুখে, পরিদর্শনে ইউএনও উলিপুরে ভিক্ষুকদের পুনর্বাসন: “আর ভিক্ষা করব না”—ছাগল পেয়ে আবেগাপ্লুত পঙ্গু বছির শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড,বেতন ফেরতের নির্দেশ দিনাজপুরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর সাঁড়া ঘাটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মাদক, কংকাল,সহ আটক ৩

আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস গঙ্গাসাগর:-

সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাতে বাবা ৭ বছর বয়সেই মথুরা তে বড় ছেলের কাছে পাঠিয়ে দেন। বড় ছেলে তখন ছোট একটি দোকান চালাতো। এখন তার বড় হোটেল , ৪টি নিজের ফ্ল্যাট ভাড়া দেয়। দাদার কাছে কিছু দিন থাকার পর বাড়ী ফিরতে চান সঞ্জিত । এক জানা পরিচিত ট্রাক চালকের সাথে ট্রাকে করে রাওনা দেন । রাস্তায় গুজরাট পুলিশ ধরে । বাচ্চা ছেলে পাচার হচ্ছে ভেবে আটক করে। রাখা হয় একটি বড় ঘরে । ঐ একই সঙ্গে ঘরে অনেক লোক। কেউ চোর, পকেটমার ইত্যাদি। শুধু খাওয়া দাওয়া আর ঘুম । কোনো রকমের কথা বলতে চাইলেই মার। এইভাবে ৬ বছর । তারপর ওখানকার আটকে থাকা অবস্থায় সকলেই বিছানার চাদর দিয়ে চেন তৈরী করে রাত্রি বেলায় পালিয়ে যায়। সেখান থেকে রাজস্থানের এক দোকানে কাজ নিয়ে ৩ বছর । তিন বছরে বুঝতে পারে ওটা আসলে চা দোকানের মালিক পিছনে গাজা চরস বিক্রী করে , তা পরে পুলিশকে বলে আটক করে। চোর পুলিশ ব্যবসায় ভালো ব্যবসা । ওখান থেকে পালিয়ে যায় এক ট্রাক চালকের সঙ্গে। বাড়ী ফিরে সৎ মা বিয়ে করতে বলে । পাড়ার বন্ধুদের সঙ্গে রঙের কাজ শুরু করে। বিয়ে করে ভালোই কাটছিল সময়। মাস দুই আগে কামাখ্যা যাবে ঠিক করে বন্ধুদের সাথে। বাড়িতে দুই ছেলে বৌ এর সাথে অশান্তি করে বেড়িয়ে আসে । কামরূপ কামাখ্যা মন্দিরের পথে বৃষ্টির কারণে এক বাড়ীতেই থাকে সবাই । অনেক পুনর্থী ছিল ওখানে । রাতেই ব্যাগ হারিয়ে ফেলে সঞ্জিত। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে আলো ফুটলে পেয়ে যাবে ভেবে শুয়ে পরে। সকালে মন্দিরের লাইন দিতে বন্ধুরা সবাই চলে যায় , সঞ্জিত ঘুমিয়ে পরে। ভিড়ে আর পায়নি বন্ধুদের। রাস্তার ধারে এক চা দোকানে কাজ করে খাবার পাবে চুক্তিতে কাজ করতে থাকে । ওখানেই পুজা দিতে আসা চা দোকানের খরিদ্দার এক পুনর্থীর সাথেই বাংলায় ফেরে সঞ্জিত । ঐ পুণ্যার্থীর সাথেই আসে গঙ্গা সাগরে । তিনি নিশ্চিত ছিলেন সাগরের মেলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়, একেও পারবেই । তাই ওই সাগরের বাসিন্দাই এক স্থানীয় যুবকের জয়দেব শ্যামল মাধ্যমে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের দিবস মন্ডলের কাছে খবর দেন। সেখান থেকেই বার্তা পাঠান হয় পুষ্পেন্দু মজুমদারের কাছে । নদিয়ার এস ডি ডি এম ও এবং হ্যাম রেডিওর সদস্য পুস্পেন্দু মজুমদার ছেলে সুজিত দেবনাথ কে খুঁজে বের করেন । বাড়ী ৪ নম্বর ওয়ার্ড, নবদ্বীপ চটির মাঠ, বনিক নগর, নদীয়া। দিবস সাগর থেকে ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা বলায়। আজ ছোট ছেলে সুজিত দেবনাথ ও বৌ সুমিতা দেবনাথ গঙ্গাসাগর থেকে বাবাকে আনতে যাচ্ছে । দিবস মণ্ডল সাগর থানার ওসি পার্থ সাহা বাবা সঞ্জিত দেবনাথকে ছেলের বৌ এর কাছে তুলে দেবে । অম্বরিশ নাগ বিশ্বাস, সম্পাদক ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি