কামরুল ইসলাম চট্টগ্রাম
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানার ওসি আফতাবের নেতৃত্বে এসআই/মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ইং ১৪/০৭/২০২৫ তারিখ ভোর ০৪:৪৫ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা হাজী বিরিয়ানি হোটেল এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ০১। আব্দুস শুক্কুর (৩৩), পিতা-জাফর আলম, মাতা-মমতাজ বেগম, সাং-ধয়া পালং, নয়াপাড়া, জাফরের বাড়ী, ৬নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, ০২। মোঃ জাফর হোসেন (২৬), পিতা-নুরুল আলম, মাতা-ছকিনা খাতুন, সাং-গোয়ালিয়া পালং, নুরুল আলম এর বাড়ী, ৮নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে-বাস্তহারা, নোমান কলেজ সংলগ্ন, আবুল কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-১২, তারিখ-১৪/০৭/২০২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর সারণির ১০(ক) রুজু করা হয়েছে।