মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
ঠাকুরগাঁও থেকে ট্রাকে ভুট্টা নিয়ে ফেরার পথে দিনাজপুর ফুলবাড়িয়া নামক স্হানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না। তবে ট্রাকের চালক ও হেলপার ভালো আছেন।
শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৪টা দিকে একটি ট্রাকের সঙ্গে তার বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে ফুলবাড়িয়া একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে, বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমসহ একাধিক বেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একাধিক পোস্ট দেওয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম বলেন, দিনাজপুর ফুলবাড়িয়ায় একটি ট্রাকের সঙ্গে তার বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেহেদী হাসান পান্নার মাথায় ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে ফুলবাড়িয়া একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।