মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার ও উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয় এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক অবসরপ্রাপ্ত মাহবুবু-উল-আলম বাবলু এছাড়াও, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের উপর আলোকপাত করেন। সেই সাথে, শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল কাজে উৎসাহিত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগাতে এবং তাদের আরও ভালো ফল করার জন্য উৎসাহিত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম।