আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গায় সার ও কীটনাশকের প্যাকেট নকল করে সার ও কীটনাশক বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ও নকল সার জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
(৮ জুলাই) সোমবার আলমডাঙ্গা উপজেলায় ওসমানপুর মাদ্রাসা বাজার এলাকায় সারের দোকানদার ছানোয়ার হোসেন ১৫ হাজার একই অপরাধে গাংনী, মেহেরপুর জেলার গাংনী বাজারে সারের ডিলার হাফিজ কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সারের ডিলারের আড়ালে সার ও কীটনাশকের প্যাকেট নকল করে বিক্রয় করে আসতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালালে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ছানোয়ার হোসেন ১০ হাজার জরিমানা করলে তার সাথে জড়িত মেহেরপুর, গাংনী ডিলার হাফিজের কথা উঠে আসলে সেখানেও অভিযান চালিয়ে একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে উভয় প্রতিষ্ঠান থেকে নকল সার জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের ব্যক্তিবর্গ।
এদিকে সাধারন চাষীরা মনে করেন কৃষি অফিসের উদাসীনতার কারনেই এমন নকল সার বিক্রয় করে ডিলাররা। একবার জরিমানা দেয় আবার বছর জুড়ে ব্যবসা চালিয়ে যায়। মাটিতে আমরা সার দিই যখন কাজ হয় না তখন মাটিকেই দোষারোপ করি যে, মাটির উর্বরতা শক্তি আর নাই । আর দিনশেষে ফসল বিক্রয়ের সময় কাঙ্খিত ফলন না পাওয়ায় ঋণের বোঝা ঘাড়ে নিয়ে মাথা ঠুকতে থাকি।