শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে নোয়াখালী জেলা, চাটখিল পৌরসভায় যুবলীগ নেতা,ও সিএনজি ড্রাইভার রনি পালোয়ান কে জবাই করে হত্যা,,
মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা চাটখিল উপজেলা শাখা প্রতিনিধি রিপোর্টঃ-
চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের পুর্ব সুন্দরপুর ফটিক বাড়ীর বাগান থেকে মৃত শাজাহান পালোয়ান ছেলে, যুবলীগ নেতা ও সিএনজি ড্রাইভার, রনি পালোয়ানের গলা কাটা মরদেহ উদ্ধারের করে চাটখিল থানা পুলিশ উদ্ধারের পর পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম চ্যাঞ্চল্যকর তথ্য।
হত্যার শিকার রনির বোন সানজিদা ইসলাম শান্তা আন্তঃ মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার উপ-সহকারী পরিদর্শক মানবাধিকার তদন্ত, কে বলেন, শুক্রবার দুপুরে রনির ও একই বাড়ীর খোকনের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী খোকন মুঠো ফোনে রনি কে হত্যার হুমকি দেয়।
তিনি ( রনির বোন) বলেন, রনি কে হুমকি দিয়ে খোকন বলে আমি তোর রক্ত দিয়ে গোসল করবো, তোর রক্ত (কুকুর) কে খাওয়াবো।
শান্তা আরো জানান,খোকনের স্ত্রীর অনৈতিক কাজের ভিডিও চিত্র ধারন করেছিল রনি। উভয়ের কথা কাটাকাটির সময় রনি এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে বলে খোকন কে হুমকি দেয়। রাত ১১ টার দিকে ইসমাইল নামের (প্রবাশ ফেরত) অন্য এক যুবক রনি কে ফোন দিয়ে বাড়ীর বাহিরে নিয়ে যায়। এরপর খোকন ও ইসমাইল মোটরসাইকেলে তুলে রনি কে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গত শনিবার সকালে ফটিক বাড়ীর বাগান থেকে রনির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি আন্তঃ মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার,উপ-সহকারী পরিদর্শন মানবাধিকার তদন্ত,কে জানিয়েছেন, রনি ও খোকন দুই জনই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। ফটিক বাড়ীর বাগানে ছিল তাদের মাদকের গোপন আস্তানা। রনিদের পালোয়ান বাড়ীর খোকন ও এক জন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। অপরদিকে খোকনের সন্দেহ তার স্ত্রীর সাথে রনির পরকীয়া রয়েছে। এসব নিয়ে খোকন বেশ কয়েকবার রনিকে হত্যার হুমকি প্রদান করে শেষে রনি কে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে প্রকৃত আসামি এখনো দরা চোয়ার বাহিরে।