হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে ৫ নং রাজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ বাঁশেরহুলার হারুন মার্কেট,বাজার থেকে ঠারুন বাড়ী প্রধান সড়ক শেষ পর্যন্ত ,রাস্তা টার বর্তমান খুব বেহাল দশা, সড়ক টি বিভিন্ন জায়গা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন পেশার মানুষ ও বিশেষ করে অনেক সময় অসুস্থ রোগী নিয়ে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে,দেখার কেউ নাই বর্তমানে মানুষের চলাচলের খুব সমস্যা হয়ে পড়ছে, তাই ঐ রাস্তার টি একবার ২০১৯ সালে তৎকালীন চেয়ারম্যান মৃত: সরদার আব্দুল হান্নান ডাবলু , ঐ রাস্তা টি ,মো: মামুন হাজরা বাড়ীর সামনে রাস্তার ২২০ ফিট কাঁচা রাস্তার কাজ সম্পন্ন করেছিলেন,তার পর থেকে আজও কোন পুনঃ মেরামতের কাজ হয়নি, তাঁর পর ও স্থানীয় বাসিন্দা মোঃ মামুন হাজরা নিজের টাকা খরচ করে দীর্ঘ ৩০ বছর উনার বাড়ির সামনে সেই ২২০ ফিট রাস্তার কাজ করে যাচ্ছে, হারুন মার্কেট থেকে ঠারুন বাড়ী পর্যন্ত সরজমিনে যেয়ে দেখা যায় , এ রাস্তা টি হচ্ছে এক পায়ে যাওয়া আসার রাস্তা,
আরো অনেক জায়গায় রাস্তা নদীর সাথে ভেঙে যাচ্ছে মেরামতের অভাবে, আর এই ভাবে যদি চলতে থাকে কিছু দিন তাহলে রাস্তা থেকে হেটে যাওয়া ও কোন পরিবেশ থাকবে না, এই রাস্তা থেকে প্রত্যেক দিন প্রায় ৫০/১০০ জন মানুষ প্লান্টে কাজের জন্য যায়, প্রতিনিয়ত স্কুলে যাওয়ার ছোট ছেলে মেয়ে এই রাস্তা দিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে ,এই রাস্তা টা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে অনেক ভোগান্তি পড়বে, তাই এই এলাকার জনসাধারণের দাবী দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ করার জন্য কর্তৃপক্ষের সদৃষ্টিক কামনা করেন ।