নুরুল কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা
লোহাগাড়ায় ‘বালুখেকো’ তিন ইউপি সদস্যদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে এমপি এম এ মোতালেব নির্দেশ দিয়েছেন।
লোহাগাড়া উপজেলায় বিভিন্ন নদী, খাল-বিল, ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বালুখেকোরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এম.এ মোতালেব সিআইপি।
১০ জুলাই,বুধবর, দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স হল রুমে মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ নির্দেশনা দেন।
এম এ মোতাবেক সিআইপি বলেন, ‘লোহাগাড়ার বিভিন্ন এলাকার নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এক শ্রেণির সন্ত্রাসী গ্রুপ। এতে করে নদীর পাড়ে ভাঙন, রাস্তাঘাট ভেঙে যাওয়া, নদীর গতিপথ পরিবর্তনে জলবায়ু ও পরিবেশগত ক্ষতি, বালু উত্তোলন এলাকায় ধুলোবালি উড়ে পরিবেশ বিপর্যয়সহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এখন আর ছাড় দেওয়া হবে না।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেন, লোহাগাড়ায় অভৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত তিনজন ইউপি সদস্য সরাসরি জড়িত আছে। তাদের আইনের আওতায় আনার কঠোর হুশিয়ারি দেন তিনি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য স্থায়ী সমাধান হওয়ারও পরামর্শ চেয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার অফিসার ইচার্জ মো. রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম.এস মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, শ্রী নিবাস দাশ সাগর, কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, নির্বাচন অফিসার আবদুস শুক্কুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।