নুরুল কবির স্টাফ রিপোটার চট্রগ্ৰাম
চট্টগ্রাম মহনগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে করে ছাত্র-জনতার’ গণমিছিল বের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টায় জুমার নামাজ শেষের পরপরই এ গণমিছিল শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এতে সাধারণ মুসল্লিরাও যোগ দেয়।
গণমিছিলটি নগরীর লালদিঘী-রাইফেল ক্লাব হয়ে নিউমার্কেট মোড়ে অবস্থান করে বিক্ষোভ করছেন।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীরা জুমা নামাজ শুরুর আগেই দলে দলে নগরের বিভিন্ন এলাকা থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে জুমার নামাজ শেষ হতেই বৃষ্টি উপেক্ষা করে আন্দরকিল্লা মোড়ে জমায়িত হয়। এসময় এক পাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আন্দোলনকারীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
এরপর বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে লালদিঘী এবং রাইফেল ক্লাব হয়ে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয়। বর্তমানে নিউমার্কেটের চারদিকের রাস্তার গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ আছে। সেখানে অন্তত সহস্রাধিক আন্দোলনকারী উপস্থিত আছে।
এর আগে, গণহত্যা ও গণগ্রেপ্তার, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সকল প্রার্থণালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।