মোঃ রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ সকল নিহতদের স্মরণে দিনাজপুরের বিরামপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৪ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।
গায়েবানা জানাজায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহিদ হাসান, রুয়েট ও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
গায়েবানা জানাজায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।