বোরহান উদ্দিন জেনিফ নান্দাইল
ময়মনসিংহের নান্দাইলে সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সারাদেশের বিভিন্ন স্থানের মতো নান্দাইলে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় সাবেক মেয়র ময়ময়নসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা সদরে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নিতে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি দলীয় নেতাকর্মী ও ছাত্র-জনতা সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে বিজয়ের উল্লাস করতে করতে উপজেলা সদরে পিকুলের বাসভবনের সামনে এসে জমায়েত হয়।
এরপর মিছিলটি উপজেলা সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় তার বাসভবনের সামনে এসে শেষ হয়।
বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যদানকালে আজিজুল ইসলাম পিকুল বলেন, ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের পর আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বন্দীর দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। এর আগে বিগত আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন নেতাকর্মীবৃন্দ ও ছাত্র-জনতা।
সমাবেশে ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গসহ ছাত্র-জনতা বক্তব্য রাখেন।