আমির হোসেন,
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ই আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক,ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
এ সময় প্রধান অতিথিরা বক্তব্য বলেন বলেন- জনগণ ছাত্রসমাজের যে বিজয় অর্জিত হয়েছে এ বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আমরা শান্তিপূর্ণ তাহিরপুর উপজেলা চাই, কারো ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে কেউ যেন হামলা না করে সে দিকে সজাগ থাকতে হবে।
সংখ্যালঘুদের বাড়িঘর আমাদের পাহাড়া দিতে হবে। কোন দুষ্কৃতকারী এসবে যেন হামলা করতে না পারে। আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করবে। বিভিন্ন স্থাপনা এবং সংখ্যালঘুদের বাড়ি হামলা করে বিএনপির নাম দিবে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ বিজয় আমাদের ধরে রাখতে হবে।
উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর ইসলামের সভাপতিত্বে,জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী সঞ্চালনায়,বিজয় মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনপি সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,সুনামগঞ্জ জেলা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক-রাখাব উদ্দিন,তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম শাহ,বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হাসান,তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম,তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান আতিক,তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান,যুবদল নেতা আল আমিন,উপজেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক তামিম হাসান লিংকন,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,যুগ্ম আহাব্বায়ক,আবির হাসান সোহেল,রাহাত হাসান রাব্বি,ছাত্রদল নেতা জানে আলম আবির,আবুল হাসনাত রাহুল প্রমুখ।