স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আপনারা সবাই অবগত আছেন যে, গত ৫ই আগস্ট বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে দেশব্যাপী সনাতন হিন্দু সমাজের উপর এক ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে, অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ সনাতনীরা, যা এখন অবধি চলমান আছে। এই সময়ে সংগঠিত হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা, শারীরিক নির্যাতন ও মহিলাদের লাঞ্ছিত নিপীড়ন যদিও প্রকৃত অবস্থা আরো অনেক শোচনীয়, ভয়াবহ ও করুণ!
সারা বাংলাদেশব্যাপী হিন্দু সনাতনীদের উপর সংগঠিত ভয়াবহ হামলা ও নির্যাতনের প্রতিবাদে সারা বাংলাদেশ বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার জন্য আহ্বান জানাচ্ছি ।
সকল সনাতনী হিন্দুদের প্রতি আমাদের বিনীত নিবেদন এই যে, সম্প্রদায়ের এই দুঃসময়ে আপনারা ঘরে বসে না থেকে বাইরে বের হয়ে আসুন, সকল ভেদাভেদ ভুলে একত্রে প্রতিবাদ ও প্রতিরোধ করুন। শুধু নিজে না এসে অন্যদেরকেও জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এদেশে বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবোই।