আজ দশ ই আগস্ট শনিবার, সকাল ১০ টা থেকেই আর জি কর মেডিকেল কলেজের ভেতরে আর জি করের ছাত্র-ছাত্রীরা ও ডাক্তারের ডাক্তারেরা ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ দেখান। ছাত্র ছাত্রীদের একটাই দাবি, সঠিক তদন্ত চাই ও দোষীদের শাস্তি চাই, প্রিন্সিপালের পদত্যাগ চাই,
বেলা বাড়ার সাথে সাথে, বিভিন্ন হসপিটালে ছাত্র-ছাত্রী থেকে ডক্টরা মিছিল করে আসনে, বিক্ষোভ ও ন্যায় তদন্তের দাবী ও দোষীদের বিচার চায়,
এপ আরো বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন দলের কর্মীরা হসপিটালের সামনে বিক্ষোভ ও দোষীদের শাস্তির দাবি জানাতে থাকলে , পুলিশ এস এবং আই ছাত্র পরিষদের কয়েক জনকে গ্রেফতার করলে, হসপিটালে উত্তেজনার সৃষ্টি হয়, এবং পুলিশের সাথে বারবার ধস্তাধস্তি চলতে থাকে, তাদের দাবী যদি পুলিশ যাদের গ্ৰেফতার করেছে এখুনি ছেড়ে না দেয় , তবে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবো, সেই কথাটি বার বার পুলিশ প্রশাসনের অফিসারদের সতর্ক করেন।
এই খবর সি পি এম পার্টি অফিসে পৌঁছানোর সাথে সাথে, কমরেড মোঃ সেলিম মিছিল করে হসপিটালের সামনে এসে উপস্থিত হন, অবস্থা এতটাই ঘোরালো হয়ে পড়ে , বাধ্য হয় পুলিশ অফিসররা তাদের ছেড়ে দিতে,
সকলে পুলিশ অফিসারদের ধিক্কার দিতে থাকেন , খুনি পুলিশ বলেও এখ্যা দেন, এদিকে ৩০ ঘন্টা পেরিয়ে গেলেও কোন পোস্টমর্টেম রিপোর্ট না আশায়, ছাত্র-ছাত্রীরা মঞ্চ ছেড়ে যাবেন না বলে জানান,
ছাত্র ছাত্রী থেকে সবার একটাই দাবি, সঠিক তদন্ত দোষীদের শাস্তি যতক্ষণ না হচ্ছে, আমরা কেউ এখান থেকে যাব না, দরকার পড়লে সমস্ত কাজ বন্ধ করে দেবেন, ঘটনাস্থলে উপস্থিত হন আই পি এস অফিসারেরা, কিছুটা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।
আজকের এই বিক্ষোভ সামিল হন, এন আর এস হসপিটালের ছাত্র-ছাত্রী ও ডক্টর, জে বি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী ও ডক্টর, বিভিন্ন দলের পার্টির সদস্য, এবং ডক্টরস ফোরাম। সন্ধ্যা ৭ টা পর্যন্ত একই অবস্থা চলতে থাকে।
রিপোর্টার ,সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা।