মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেওয়া আনসার ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া। ক্লাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১০ আগস্ট) সকালে পটিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লাব পরিচালকরা আনসার ভিডিপি সদস্য ও শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মোঃ লিয়াকত আলী, ক্লাবের ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর মোরশেদুর রেজা সবুজ, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর আব্দুল্লাহ ফারুক রবি, ফেলুশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর মোঃ মোরশেদুল আলম প্রমুখ।
কেবল ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ বা যান চলাচলে সাহায্য করাই নয়, হঠাৎ-ই পুলিশশূন্য হয়ে পড়া দেশে অনেক কাজই করছেন শিক্ষার্থীরা। অনেকে রাত জেগে অলিগলিতে পাহাড়া দিচ্ছেন, দেশের বিভিন্ন জায়গায় রাস্তার ময়লা পরিষ্কারের কাজও করেছেন তারা।
কয়েক দিন ধরে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে পটিয়ায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছে দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া । ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে তাদের পাশে থাকবে এপেক্স ক্লাব অব পটিয়া।