বোরহান উদ্দিন জেনিফ নান্দাইলঃ
আজ নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিয়ে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব,অরুন কৃষ্ণ পাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব,জেনারেল নাঈম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব,ফয়জুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল ও নান্দাইল উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ,বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ, আলেম সমাজ ও সাংবাদিকগণ।
এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুনকৃষ্ণ পাল বলেন, উপজেলা প্রশাসন রাষ্ট্র পরিচালনার করার একটি অংশ বিশেষ। সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় এ উপজেলার জনসাধারণকে তাদের প্রাপ্য সেবা দিতে চাই। এজন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা যাতে বর্তমান সরকারের সকল কার্যক্রম ও নির্দেশনা পালন করে জনগণের সেবা করতে পারি।
সভায় প্রধান অতিথি জনাব জেনারেল নাঈম বলেন, গুজব ও আতঙ্ক নয়, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কাজ করছে। সরকারের সকল নির্দেশনা মেনে সবাইকে চলতে হবে। তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য পুলিশ আনসার ও সমাজের সুধী মহলকে এগিয়ে আসতে বলেন।