বোরহান উদ্দিন জেনিফ নান্দাইলঃ
আজ নান্দাইল উপজেলা ইউএনও কার্যালয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জনাব,অরুন কৃষ্ণ পাল।ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য, সাবেক নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে এই সময় নান্দাইল উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ ও ১৩টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নান্দাইলের ইউএনও অরুনকৃষ্ণ পাল বলেন, উপজেলা প্রশাসন রাষ্ট্র পরিচালনার করার একটি অংশ বিশেষ। সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় এ উপজেলার জনসাধারণকে তাদের প্রাপ্য সেবা দিতে চাই। এজন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন।
উপস্থিত সকল নেতৃবৃন্দকে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।