হাফিজুর রহমান , বরগুনা জেলা প্রতিনিধি:
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বরগুনার বাজার মনিটরিং অভিযান করেছে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে বরগুনা পৌর মাছ বাজারের সামনের জিরো পয়েন্ট থেকে এ বাজার মনিটরিং অভিযান শুরু করা হয়। এসময় অবৈধভাবে দখল করা ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে শহরের সাহাপট্টি এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করার অপরাধে হাওলাদার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা কালবেলাকে বলেন, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে আমরা আজ বরগুনা বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বরগুনা শহরের অনেকগুলো রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। রাস্তা দখল করে মালামাল রাখার দায়ে হাওলাদার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।