1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
টেকনাফ মডেল থানার- ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু, - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

টেকনাফ মডেল থানার- ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু,

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
এক সপ্তাহের পর সীমান্ত উপজেলা টেকনাফ মডেল থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টা থেকে টেকনাফ মডেল  থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদানের পর কার্যক্রম শুরু করে।

টেকনাফ মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনির দিক-নির্দেশনায়, সকালে পুলিশ টেকনাফ স্টেশনের ফোয়ারা চত্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিদর্শন শেষে সবাই নিজ নিজ কাজে চলে যায়।
থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা,কম্পিউটার স্থাপনসহ কর্মকর্তারা থানার নিজ দায়িত্ব পালন করতে শুরু করেছেন।

সকল কিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণের সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা। এ দিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে।

টেকনাফ ট্রাফিক জোন এর টি আই মোশাররফ হোসেন জানান, কর্মস্থলে এসে দেখি ছাত্ররা অনেক পরিশ্রম করে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করা কিন্তু এতো সহজ না, তাদের পড়ালেখা ক্ষতি করে হলেও সাধারণ জনগণের সেবা করেছেন। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বুকে জড়িয়ে ধরেন এই কর্মকর্তা।

পরে ছাত্ররা যারা দায়িত্ব পালন করছেন সবাই মিলে ট্রাফিক বক্স পরিস্কার করে দেন।
থানার কার্যক্রম শুরু হওয়ায় মানুষ এখন থেকে সেবা পাবেন। মানুষের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে যা যা দরকার আমরা করব। আশা করছি, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

এ দিকে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে নিরাপত্তার শঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান পুলিশ সদস্যরা।
দেশের প্রায়ই থানায় হামলা-ভাংচুর হলেও টেকনাফের থানায় এধরনের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি