আজ ১৪ই আগস্ট বুধবার, রাত পোহালে শুরু হবে সারাদেশে স্বাধীনতা দিবস পালন, আর এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই, কলকাতার রেড রোডে চলছে তোর জোর ও কাজ শেষ করার পালা। তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টিতে ব্যাঘাত ঘটাচ্ছে ডেকোরেটারদের। তাদের মাথাতেও চিন্তা কিভাবে শেষ করা যায়, কিন্তু তাদের কাজ থেমে নাই। চলছে চেয়ার পাতা থেকে শুরু করে এলসিডি টিভি ও ক্যামেরা লাগানোর কাজ।
মাঝে মাঝে চোখে পড়ছে পুলিশ প্রশাসনের আধিকারিকদের, এবং পার্টির নেতা নেত্রীদের। পরিদর্শন করে সারা রেড রোড দেখছেন, রাত হলেই বেজে উঠবে স্বাধীনতা দিবসের দেশাত্মবোধক গান।
সকাল থেকে ভোরে উঠবে এই রেড রোড ,বিভিন্ন প্রসেসান ও কুচকাওয়াজের আয়োজন থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের, দেশ থেকে লোক যত হবে কুত্তার আওয়াজ দেখার জন্য রেড রোডের চতুর দিকে। সকাল থেকেই পরে যাবে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড।
রেড রোডে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী , বিধায়ক, প্রশাসনের উচ্চ আধিকারিক, অন্যান্য ব্যক্তিবর্গ। আর তারি আয়োজন চলছে রেড রোডের চতুর্দিকে, সাধারণ মানুষ ছুটির দিনটা একটু আলাদাভাবে উপভোগ করবেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা