আজ ১৪ই আগস্ট বুধবার, ঠিক সন্ধে সাড়ে ছটায়, নেতাজি পার্ক, বরানগরের গোপাললাল ঠাকুর রোড ও মল্লিক কলোনীর সংযোগস্থলে, প্রাক স্বাধীনতা দিবস উৎসব পালিত হয়, একটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা হয়, এক ঝাঁক কলাকুশলী, বিধায়ক ও পৌর মাতার এবং পৌরপিতার উপস্থিতিতে। এই অনুষ্ঠান চলবে দুইদিন ব্যাপী ১৪ই আগস্ট ও ১৫ই আগস্ট।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দমদম বিধানসভার সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক, পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, অঞ্জন পাল, উপস্থিত ছিলেন স্টার জলসার অভিনেত্রী তানিয়া কর, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর এবং একগুচ্ছ প্রবীণ নাগরিক ও এলাকাবাসী,
এছাড়া উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা রামকৃষ্ণ পাল ও সরমা পাল, যাহারা ৩৭ বছর ধরে এই উৎসবকে বইয়ে নিয়ে চলেছেন,
অনুষ্ঠান শুরুর আগে, আর জি কর এ মৃত ডাক্তারের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন ও শ্রদ্ধা জানান, এরপর একে একে সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পড়িয়ে সম্মানিত করেন।
তাহার সাথে সাথে প্রবীণ নাগরিকদের সম্মানিত করেন এবং সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনা দেন। এবং তার সাথে সাথে বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জীর জন্মদিনটি পালন করলেন একটি কেক কাটার মধ্য দিয়ে।
সারাক্ষণ সংগীতের অনুষ্ঠান মধ্য দিয়ে সকলকে আনন্দ দিলেন এবং ঠিক রাত্রি সাড়ে এগারোটায় আতশবাজি পুড়িয়ে ও ফানস উড়িয়ে ৭৮তম প্রাক স্বাধীনতার দিনটি পালন করলেন।
ঠিক একইভাবে ১৫ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং মনীষীদের মূর্তিতে মাল্যদান করে , ৭৮তম স্বাধীনতা দিবসে, সকল স্বাধীনতা সংগ্রামী মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। যাহারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এরপর থাকছে বিভিন্ন অনুষ্ঠান অতিথিদের উপস্থিতিতে।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, অনুষ্ঠানের উদ্যোক্তা রামকৃষ্ণ পাল ও সরমা পাল বলেন, আমি সারা বছরে এই দুটো দিনকে বিশেষ করে মনে রাখি, কারণ দেশ রক্ষার জন্য এবং দেশকে স্বাধীন করার জন্য যারা আত্ম বলিদান দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও নিবেদন করে চলেছি, সামান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে, তবে আগামী দিনে সবাই যদি এই ভাবে এগিয়ে আসে আরো কিছু করার চেষ্টা করবো। যাহারা আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,তাদের কাছে আমি চির কৃতজ্ঞ,
রিপোর্টার ,শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা