আজ ১৫ ই আগস্ট, বৃহস্পতিবার , কলকাতা রেড রোডে যখন স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, তাহার সাথে সাথে সারা দেশে একই ভাবে যখন স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়েছে, ঠিক সেই সময় ধর্মতলা হকার্স ইউনিয়ন উদ্যোগে, ধর্মতলা বাস স্ট্যান্ডে, ৭৮তম স্বাধীনতা দিবস পালন করলেন, জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, এবং উপস্থিত ছিলেন সায়ন দেব চট্টোপাধ্যায়, স্বপন সমাদ্দার, এ. ঘোষ, রাখী মুখার্জি সহ ইউনিয়নের জেনারেল সেক্রেটারী এস কে রায় ( সঞ্জু), প্রেসিডেন্ট এস. সমাদ্দার, চিপ অ্যাডভাইজার শোভনদেব চট্টোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট কে. সাহা, ইনচার্জ আর .রায়, ট্রেজারার এস .চৌধুরী সহ ইউনিয়নের বিভিন্ন কর্মী ও অন্যান্য অতিথিগণ।
জাতীয় পতাকা উত্তোলনের পর, সকল অতিথিদের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে এবং হাতে একটি করে স্মারক দিয়ে সম্মানিত করেন। শুধু তাই নয় উপস্থিত সকল কর্মীদেরকে একটি করে গেঞ্জি উপহার দেন।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে, সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, এর সাথে সাথে বলেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশকে স্বাধীন করেছেন, তাদেরকে ভুলে গেলে হবে না, এই ভাবেই তাদেরকে মনে রাখতে হবে। আর যারা এই অনুষ্ঠানকে প্রতি বছর সুন্দর করে সাজিয়ে তুলেন, সেই হকার ভাইদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা এই দিনটিকে তারা প্রতিবছর পালন করে আসছে বলে। এখানে যে সকল হকার ভাই উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে জানাই আপনারা এই ভাবে ইউনিয়নের পাশে থাকবেন এবং বীর বিপ্লবীদের কথা স্মরণ করবেন। আমরা আছি আপনাদের পাশে এবং থাকবো। ধন্যবাদ জানাবো ইউনিয়নের কর্মকর্তাদের যাহারা এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
ধর্মতলা হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারী একটি কথাই তুলে ধরেন, এই অনুষ্ঠান একার পক্ষে করা সম্ভব নয়, সবাই সহযোগিতা করে বলেই অনুষ্ঠানটি করা সম্ভব হয়।, এবং যিনি সবার উপরে তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সবসময় প্রেরণা যোগান। এবং আমাদের সবার প্রিয় মানুষ শোভনদেব চট্টোপাধ্যায়। যিনি সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করেন, কোন কিছুতে প্রয়োজন হলে আমাদেরকে না করেন না
আর ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন। সবার উপস্থিতিতেই অনুষ্ঠানটি সুন্দর হয়ে উঠেছে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা