হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান। মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল থেকে ডাঃ মামুন হাসানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী বিক্ষুব্দ ছাত্র-জনতা। সকাল সাড়ে ৯ (ন’টায়) একটি মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যায়। সেখানে ডাঃ মামুন হাসানকে না পেয়ে মিছিলটি চিতলমারী উপজেলা পরিষদ প্রধান ফটকে এসে অবস্থান নেয়।
এ অবস্থান কালে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডাঃ মামুনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আভিযোগ রয়েছে। অনতি বিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। যত সময় পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততো সময় আমরা রাজপথে আবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনতা ডাঃ মামুন হাসানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের মুঠোফোনে একাধিকবার কলদিলেও তার সাড়া পাওয়া যায়নি।